গত ২৫শে মে ২০১১ইং ছিল প্রাণের কবি, প্রেমের কবি, ব্রিটিশ বিরোধী আন্দোলনের কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১২তম জন্মবার্ষিকী। সারাদেশে পালিত হয়েছে কবির জন্মবার্ষিকী। কবির জীবনকাল প্রায় ৭৭ বছরের (১৮৯৯-১৯৭৬) হলেও তাঁর সৃষ্টিশীল জীবন মাত্র ২৩ বছরের (১৯১৯-১৯৪২)। কিন্তু তারই মাঝে অনেক রূপে তিনি আত্মপ্রকাশ করেছেন। তিনি একাধারে কবি, গল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, অনুবাদক, প্রাবন্ধিক, সমালোচক, শিশুসাহিত্যিক, গীতিকার, গীতালেখ্য ও গীতিনাট্য রচয়িতা, সুরকার, স্বরলিপিকার, গায়ক, বাদক, সংগীতজ্ঞ, সংগীত পরিচালক, সাংবাদিক, সম্পাদক, পত্রিকা-পরিচালক, অভিনেতা, চলচিত্র-কাহিনীকার, চলচিত্র-পরিচালক।
চলুন দেখে নেয়া যাক কবিকে নিয়ে কয়েকটা ফটোগ্রাফি।
কবির হাতের লেখা একটা পৃষ্টা। |
প্রথম যৌবনে কবি। |
সৈনিকের পোষাকে বিদ্রোহী কবি। |
১৯২৪ সালে ২৫ বছর বয়সে প্রেমের কবি। |
১৯২৬ সালে চট্টগ্রামে কবির বন্ধু হাবিবুল্লাহ বাহারের বাড়িতে বেড়াতে আসেন। বাঁশি বাজানো অবস্থায় বিদ্রোহী কবি (২৭ বছর বয়সে)। |
আজিজ মঞ্জিলে কবি; চট্টগ্রামে কবির বন্ধু হাবিবুল্লাহ বাহারের বাড়িতে। |
গজল রচনার যুগে। |
১৯৩০ সালে ৩১ বছর বয়সে বিপ্লবের কবি। |
৪২ বছর বয়সে কবি। |
২৪মে ১৯৭২, বিপ্লবী কবিকে ঢাকায় নিয়ে এলেন তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান। |
১৯৭৪ সালে শেষ বয়সে কবি। |
১৯৭৬ সালের ফেব্রুয়ারীতে একুশে পদক গ্রহণের মূহুর্তে। |
কবির মৃত দেহের সামনে শেষ শ্রদ্ধা নিবেদন করছেন তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। |
১৯৭৬ সালের ২৯ আগষ্ট, সোহরাওয়ার্দী উদ্যানে কবির জানাজায় হাজারো মানুষের ভীড়। |
4 comments:
ভালো লাগলো . সুন্দর কালেকশন
ধন্যবাদ আপনাকে।
অসাধারন। সরাসরি ফেবারিটে এবং আপনাকে ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ। :)
একটি মন্তব্য পোস্ট করুন