সেদিন অনেক দিন পর নানার বাড়িতে গেলাম। অনেকদিন পর বলতে প্রায় ৪/৫ মাস পর। নাগরিক কিংবা পড়ালেখার ব্যস্ততার কারণে আগের মত তেমন কোথাও বেড়াতে যাওয়া হয়না। হয়ত সেদিনও যাওয়া হতোনা। নানার বাড়ির পাশে আমার চাচাত বোনের শ্বশুর বাড়িতে মেজবানের দাওয়াত ছিল। যার কারণে ঐদিকে যাওয়ার কারনে একসাথে নানুদের দেখে আসা।
নানার বাড়িতে ঢুকে নানুর সাথে কুশলাদি বিনিময় করার পর নানু আমাকে জিজ্ঞেস করলো- পড়ালেখার কি অবস্থা? আমি বললাম সামনে পরীক্ষা, দোয়া করিও। নানু বললো- পরীক্ষা দিতে দিতে তোর আর বিয়ে করা হবেনা।...