চাটিকিয়াং রুমানের ব্লগ

বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১১

মনে পড়ে যায় শৈশবের সেই দিনগুলো

সেদিন অনেক দিন পর নানার বাড়িতে গেলাম। অনেকদিন পর বলতে প্রায় ৪/৫ মাস পর। নাগরিক কিংবা পড়ালেখার ব্যস্ততার কারণে আগের মত তেমন কোথাও বেড়াতে যাওয়া হয়না। হয়ত সেদিনও যাওয়া হতোনা। নানার বাড়ির পাশে আমার চাচাত বোনের শ্বশুর বাড়িতে মেজবানের দাওয়াত ছিল। যার কারণে ঐদিকে যাওয়ার কারনে একসাথে নানুদের দেখে আসা। নানার বাড়িতে ঢুকে নানুর সাথে কুশলাদি বিনিময় করার পর নানু আমাকে জিজ্ঞেস করলো- পড়ালেখার কি অবস্থা? আমি বললাম সামনে পরীক্ষা, দোয়া করিও। নানু বললো- পরীক্ষা দিতে দিতে তোর আর বিয়ে করা হবেনা।...

মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১১

মায়া সভ্যতা

১০০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে মধ্য আমেরিকার নিম্নভূমির বনাঞ্চলে এক অদ্ভুত সভ্যতার বিকাশ ঘটেছিল। “মায়া” নামে এই সভ্যতা যে জনগোষ্ঠী নির্মাণ করেছিল, তারা অধিকাংশ প্রাথমিক সভ্যতা নির্মাণকারীদের মতো শহরে জীবন যাপন করত না। বরং তাদের বসবাস ছিল ছোট ছোট কৃষি-গ্রামে। তারা পিরামিডের মতো দেখতে উপাসনাগৃহ ও উৎসবস্থল তৈরি করেছিল। এগুলো ছিল তাদের ধর্মীয় ও রাজনৈতিক জীবনের কেন্দ্রবিন্দু। মায়াদের ৪টি প্রধান কেন্দ্র...
Pages (6)123456 Próximo

Share it button

সমতল Copyright © 2011 | Template created by O Pregador | Powered by Blogger